৩৭৫-৪১৫ : দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ডবাক রাজ্যে (ঢাকার) অস্তিত্ব দেখা যায়।
১৪৬০ : এই সময়কার আরবি শিলালিপিতে ঢাকার নাম পাওয়া যায়।
১৫৫০ : এই বছরে মি জোয়াও-দ-বারোস/ডি বেরস কর্তৃক অংকিত ম্যাপে ঢাকার সুস্পষ্ট উলে খ আছে।
১৪৫৭ : ঢাকায় সুলতানী আমলের টিকে থাকা ঢাকার একমাত্র মসজিদ নারিন্দা বিনত বিবির মসজিদ নির্মাণ।
১৪৫৯ : নসওয়ালাগলি মসজিদের তোরণ সংস্কার।
১৫৯৪-১৬০৬ : মানসিংহের যুদ্ধ বর্ণনায় পাওয়া যায় ঢাকা অঞ্চলের নাম।
১৫৮৩-৮৫ : আকবর নামায়ও বেশ কয়েকবার ঢাকার নাম উলে খ করা হয়েছে।
১৬০২ : রাজা মানসিংহ ভাওয়াল গড় থেকে তার সদর দফতর বা রাজধানী ঢাকায় স্থানান্তরিত করেন।
১৬০৮ : ইসলাম খান চিশ্তী বাংলার সুবেদার নিযুক্ত।
১৬১০ : মুঘল সুবেদার ইসলাম খান চিশ্তী কর্তৃক ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর এবং ‘জাহাঙ্গীর নগর’ নামকরণ।
১৬১৩ : বাংলার সুবেদার ইসালাম খান চিশ্তীর মৃত্যু।
১৬১৬ : ইউরোপীয়দের মধ্যে প্রথম পর্তুগিজদের আগমন।
১৬১৭ : ইব্রাহিম খান ফতেহ্ জঙ্গ বাংলার সুবেদার নিযুক্ত।
১৬২৪ : বিদ্রোহী শাহাজাদা খুরুমের (পরবর্তীতে সম্রাট শাহজাহান) ঢাকা অধিকার।
১৬২৬ : প্রায় ৭০টি জাহাজ নিয়ে মগরা আক্রমণ করে ঢাকাকে। তাদের সঙ্গে ছিল আনুমানিক ৩০জন পর্তুগিজ এবং খ্রীস্টান।
১৬৩৯ : সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহসুজা ঢাকায় বাংলার সুবেদার নিযুক্ত।
: সাময়িকভাবে ঢাকার রাজধানীর মর্যাদা স্থগিত।
১৬৪০ : পর্তুগীজ ধর্মযাজক সেবাস্তিয়ান মানরিকের ঢাকায় আগমন।
১৬৪১ : ধানমন্ডি মোগল ঈদগাহ নির্মাণ।
১৬৪২ : মীর মুরাদ কর্তৃক মুসলমান শিয়া সম্প্রদায়ের ইমামবাড়া হোসেনী দালান নির্মাণ।
১৬৪৪ : সুবেদার শাহসুজার আদেশে বড় কাটরার প্রাসাদ নির্মাণ।
১৬৪৯ : চুরিহাট্টা মসজিদ নির্মাণ।
১৬৫৮ : প্রথম ইংরেজ জেম্স হার্টের ঢাকায় আগমণ।
১৬৬০ : এই বছরের মে মাসে বাংলার সুবেদার মীর জুমলা ঢাকায় আসেন এবং ঢাকাকে পুনরায় রাজধানী হিসেবে ঘোষণা দেন।
: আরাকানবাসীর হাতে যুবরাজ শাহসুজা নির্মমভাবে নিহত হন।
১৬৬৩ : সুবেদার মীরজুমলার মৃত্যু।
১৬৬৪ : শায়েস্তা খান কর্তৃক সুবেদারের কার্যভার গ্রহণ।
১৬৬৬ : ফরাসি পর্যটক টাভের্নিয়ার এই বৎসর ঢাকায় সফর করেন।
১৬৬৮ : ঢাকায় ইংরেজ কুঠি স্থাপন।
১৬৭১ : বড় কাটরার অনুকরণে ছোট কাটরা প্রাসাদ নির্মাণ।
১৬৭৫ : চক মসজিদ নির্মাণ।
১৬৭৬ : মোহাম্মদপুর সাত গম্বুজ মসজিদ নির্মাণ।
১৬৭৭ : তেজগাঁতে পর্তুগিজ গির্জা নির্মাণ।
১৬৭৮ : শায়েস্তা খানের পরিবর্তে শাহজাদা মোহাম্মদ আজম সুবেদার নিযুক্ত।
১৬৭৮ : শাহজাদা শোহাম্মদ আজম কর্তৃক লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু।
১৬৭৯ : হাজী খাজা শাহবাজ মসজিদ (হাইকোর্ট প্রাংঙ্গ সংলগ্ন এলাকায়) নির্মাণ।
: ইস্কাটনে খাজা অম্বরের মসজিদ নির্মাণ।
: সুবেদার আজম ঢাকা ত্যাগ করেন।
: শায়েস্তা খান কর্তৃক দ্বিতীয়বার বাংলার সুবেদারের দায়িত্ব গ্রহণ।