সলিমুল্লাহ হল থেকে প্রায় ৬০০ গজ দক্ষিণ-পশ্চিমে বর্তমান ঢাকার বকশিবাজার এলাকায় ঢাকেশ্বরী মন্দিরের অবস্থান। ধারণা করা হয়, এটিই ঢাকার আদি ও প্রথম মন্দির। সনাতন হিন্দু ধর্মালম্বীরা মনে করে, ঢাকেশ্বরী থেকেই ঢাকা নামের উৎপত্তি। ঢাকেশ্বরী দেবী ঢাকা অধিষ্ঠাত্রী বা পৃষ্ঠপোষক দেবী।
এই প্রাচীন জনপদ ঢাকা অঞ্চল চারশ বছর আগে অত্র অঞ্চলের রাজধনী হওয়ার গৌরব লাভ করার পর এর রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পেলেও। এর আগেও এই অঞ্চল কোনো বিরাণভূমি ছিল না।
এ শহরে মুদ্রণ যন্ত্র আসার পরে থেকেই প্রকাশিত হতে শুরু করে সংবাদপত্র। ইংরেজি, বাংলা ও উর্দু ভাষার এ সকল সংবাদপত্রগুলো প্রকাশিত হত সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক ভাবে।
মন্দির : ঢাকার প্রথম মন্দির সম্ভবত বকশিবাজারস্থ ঢাকেশ্বরী মন্দির। অনেকে ধারণা করেন এই মন্দিরের নাম থেকেই ঢাকা শহরের নামকরণ হয়েছে ‘ঢাকা’। মসজিদ : ঢাকার প্রথম…